ঠিকানা
গ্রাম- নলকা সেনগাতী, ডাকঘর-নলকা, থানা- সলঙ্গা, উপজেলা-রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জ।
পরিচালনাকারী কর্তৃপক্ষ
১। হাট সভাপ্রতি মোঃ রেজাউল করিম। ২। হাটের মোট এজাদ্দারেরর সংখ্যা ২০ জন এবং হাট কমিটি ২০ জন, হাটটি পরিচালনা করে থাকেন।এখানে সপ্তাহে দুই দিন হাট বসে। হাট বসে শনি বার ও বুধবার দুপুর ১.০০ ঘটিকার সময় হইতে এবং আমাদের দেশের সোনালী আশ বলে পরিচিত পাটের সিজনে হাট শুরু হয় ভোর ৪.০০ ঘটিকা হইতে। হাটের অবস্থান সিরাজগঞ্জ জেলা শহর হতে ১৫ কিলোমিটার দক্ষিনে হাওয়ে রোড হতে মাত্র ১০০ গজ উত্তরে ফুলজোড় ও ইছামতি নদীর দক্ষিণ তীরে উক্ত নলকার হাট অবস্থিত।এ হাটে নৌকা যোগে এবং যানবাহন যোগে চলাফেরা করা যায়।উক্ত হাটের সাথে নলকা ইউনিয়ন পরিষদ অবস্থিত এবং হাটটি প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত।