Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আলোচিত ঘটনা

১৪৪ ধারা জারি : আওয়ামী লীগ ও বিএনপি একই দিনে পাল্টাপাল্টি জনসভা ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় ২৫ ফেব্রুয়ারী শনিবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।  স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলা বিএনপির উদ্যোগে ২৫ ফেব্রুয়ারী নিমগাছী বাজার চত্বরে জনসভা ডাকা হয়। ওই জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক বিদ্যুত্ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান অতিথি থাকবেন বলে প্রচার করা হয়।

অন্যদিকে একই দিনে সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নিমগাছী কলেজ মাঠে জনসভা আহ্বান করে মাইকিং করা হয়। বলা হয়, ওই জনসভায় প্রধান অতিথি থাকবেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ)এলাকার সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার। এ অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ২৩ ফেব্রুয়ারী বৃহ:পতিবার সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম ১৪৪ ধারা জারি করেন।


পীরের বাড়ীতে স্বরাষ্টমন্ত্রী : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী এলাকার পুল্লা গ্রামে এক পীরের বাড়িতে দোয়া মাহফিলে অংশ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আজ ২৮/১০/২০১১ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পুল্লা গ্রামের পীর সাইদুর রহমান চিশতীর বাড়িতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বাড়িতে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে দোয়া মাহফিলে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি ঢাকা ফেরার পথে বেলা পৌনে ১১টার দিকে নিমগাছী বাজার বাসস্ট্যান্ড চত্বরে এক অনির্ধারিত পথসভায় বক্তব্য দেন।
সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল পাঠান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস সরকার প্রমুখ।

প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের আদিবাসী উন্নয়ন কমিউনিটি সেন্টারের উদ্ভোধন : রায়গঞ্জে শুক্রবার বিকেলে পশ্চিম আটঘরিয়া রায়গঞ্জ উপজেলা আদিবাসী বহুমুখী উন্নয়ন সংস্থার নবনির্মিত কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন ও আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিলীপ কুমার মাহাতোর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার সংসদ সদস্য আলহাজ গাজী ইসহাক হোসেন তালুকদার ও ট্রাস্টি স্বপন কুমার রায়। আরও বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান এবিএম আব্দুস ছাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম শিহাব, ইউএনও রবিউল ইসলাম, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন ছানা, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম তালেব, অধ্যাপক যোগেন্দ্রনাথ উরাও, ডাক্তার গজেন্দ্রনাথ সরকার, নির্মল চন্দ্র মাহাতো, শ্রী মলিক কুমার উরাও প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি পশ্চিম আটঘরিয়ায় সাংস্কৃতিক একাডেমী স্কুল এমপিওভুক্তকরণ এবং ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। সুত্র: দৈনিক করতোয়া।

রুপাখাড়া কালী মন্দির উদ্ভোধনে সংসদ সদস্য : সিরাজগঞ্জের রায়গঞ্জের রূপাখাড়া সার্বজনীন শ্রীশ্রী কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান গত শনিবার সকাল ১০টায় মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সাবেক উপজেলা শিক্ষা অফিসার কে.এম আজিজুল হকের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার সংসদ সদস্য আলহাজ গাজী এসহাক হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন ছানা। বক্তব্য রাখেন, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডাঃ চন্দন কুমার সরকার, সহ-সভাপতি- বরুন কুমার সরকার, সোনাখাড়া ইউনিয়ন পূজা উদ্যাপন কমিটির সভাপতি- কামাষ্কা চরণ পোদ্দার, উপজেলা কমিটি সাংগঠনিক সম্পাদক ডাঃ প্রদীপ কুমার ভৌমিক, রূপাখাড়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি- শিক্ষক আলী আশরাফ, রূপাখাড়া শ্রীশ্রী সার্বজনীন কালী মন্দির কমিটির সভাপতি- আনন্দ মোহন রায়, সাধারণ সম্পাদক দিলীপ কুমার সরকার, প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে মানপত্র পাঠ করে শোনান- শিক্ষিকা ঝর্না রানী সিং। উল্লেখ্য দীর্ঘদিন যাবত রূপাখাড়া শ্রীশ্রী সার্বজনীন কালী মন্দিরের জায়গা বে-দখলে ছিল। রায়গঞ্জ তাড়াশের সংসদ সদস্য আলহাজ গাজী ইসহাক হোসেন তালুকদারের হস্তক্ষেপে মন্দিরের জায়গা দখল মুক্ত হয় এবং মন্দিরটিতে এই প্রথম সরকারি অনুদানের অর্থে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। সুত্র: দৈনিক করতোয়া।