কালেরস্বাক্ষী বহনকারী ফুলজোড় নদীর তীরে গড়ে উঠা রায়গঞ্জ উপজেলার একটিঐতিহ্যবাহী অঞ্চল হলো নলকা ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ নলকা ইউনিয়নশিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা ও যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল। ফুলজোড় ও ইছামতি নদীর মিলস্থলে হচ্ছে নলকা ফেরিঘাট। পূর্বে সিরাজগঞ্জ জেলা শহরের সাথে এক মাত্র বন্দর ছিল নলকা ফেরিঘাট এখান দিয়ে ফেরি করে যানবাহন পাড়া পাড় হতো। এর পর কালের পরিক্রমায় এবং সময়ের সাথে সাথে আমাদের দেশ উন্নতি লাভ করতে থাকে তারই ফলশ্রুতিতে এই নদীর উপর দিয়ে নির্মিত হয় নলকা সেতু আর তখন থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এর পর উত্তর বঙ্গের সাথে যোগাযোগের এক মাত্র হাইওয়ে রাস্তা বয়ে যায় নলকা ইউনিয়নের বুক চিরে। শুধু তাই নয় পশ্চিম অঞ্চল গ্যাস কোম্পানী প্রতিষ্ঠিত হয় নলকা ইউনিয়নে।
জি,কে এস এর প্রধান কার্য্যালয় নলকা ইউনিয়নে অবস্থিত।
অত্র ইউনিয়নে সব ধর্মের মানুষ বসবাস করে এখানে রয়েছে মুসলমানদের জন্য মসজিদ এবং হিন্দুদের জন্য মুন্দির।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস