নলকা ইউনিয়ন একটি কৃষি প্রধান অঞ্চল এখানকার বেশীর ভাগ মানুষ কৃষি কাজের উপর নির্ভর করে জিবীকা নির্ভর করে। এখানে বেলে দোআশ মানি হওয়ায় এখানে সব ধরনের ফসল ফলানো যায়। এই ইউনিয়নের কৃষকদের প্রধান ফসল ধান,সোনালী আশ পাটসহ বিভিন্ন ধরনের শাকসবজি।নলকা ইউনিয়নে কৃষিতে সাফল্য অনেক।গত ২৬/০২/২০০৮ সালে পরিদর্শন করে গেলেন এডিপির কান্ট্রি ডিরেক্টর হুয়াদু। তিনি নলকা ইউনিয়নের কৃষির সকল সেক্টর পরির্দশন করেন এবং এখানকার সাফল্য দেখে মুগদ্ধ এবং তিনি এই ইউনিয়নের সাফল্য তুলে ধরেন।
এখানে প্রধান প্রধান ফসলের উৎপাদন বিবরনী(দানায়)
রোপা আমন-অর্জিত = ১৭৭০ হেঃ x ৩.০০ মেঃটন = ০৫৩১০ মেঃটন
বোরো আমন-অর্জিত = ২৩৭০ হেঃ x ৪.৫ মেঃটন = ১০৬৬৫ মেঃটন
গম-অর্জিত = ১০ হেঃ x ২.৪ মেঃটন = ২৪ মেঃটন
মোট উৎপাদন = ১৫৯৯৯ মেঃটন
এই ইউনিয়নে মোট উৎপাদন = ১৫৯৯৯ মেঃটন
এবং খাদ্য চাহিদা = ৬৫০২ মেঃটন
খাদ্য উদ্বৃত্ত মোট = ৯৪৯৭ মেঃটন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস