নদী মার্তৃক ইউনিয়ন নলকা।এই ইউনিয়নের বুকের উপর দিয়ে দুইটি নদী প্রবাহিত হয়েছে এর একটি ফুলজোড় অপরটি হচ্ছে ইছামতি।এই নদী দুইটির মিলস্থলের উপর দিয়ে চলে গেছে উত্তর বঙ্গের একমাত্র মহাসড়ক প্রথমে এই নদীতে ফেরি দিয়ে গাড়ী পারাপার করা হয় এর পর এর উপর ব্রীজ নির্মাণ করা হয়। আর দুইটি নদীর মিলন ঘটেছে এখানে,এর পাশে র্নিমিত হয়েছে ইউনিয়ন পরিষদ ভবন,আর এর পাশে ঐতিহ্যবাহী হাট নলকার হাট এখানে আর হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে নদী বন্দর। সপ্তাহে দুইদিন হাট বসে আর এহাটে দুর দুরান্ত থেকে মানুষ নৌকা যোগে আসে।আবার দিন শেষে কর্মব্যস্ত মানুস গুলো বাড়ী ফিরে যায় নৌকা যোগে।এ এক মনোরম পরিবেশ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস