শিক্ষাপ্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বর্ণনাঃ- এরান্দহ সরকারী প্রাথমিক বিদ্যালয়টি সিরাজগঞ্জ জেলাধীন রায়গঞ্জ উপজেলার অন্তর্গত নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ১৯১৩ইং সনে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে একটা দ্বিতলা ভবন ও একটা আধাপাকা ঘর আছে। বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা ০৯ জন এবং ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫৩৫ জন। গত ২০১১ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০%। তন্মধ্যে মেধাবী বৃত্তি পেয়েছে ২ জন এবং সাধারন বৃত্তি পেয়েছে ২ জন। বিদ্যালয়ের ভূমির পরিমান ৫৫ শতাংশ। বিদ্যালয়টির মাঠে বিদ্যুতের খুটিঁ থাকা সত্তেও বিদ্যালয়টিতে বিদ্যুত সংযোগ নাই। বিদ্যালয়ের সামনে একটা গর্ত আছে গর্তটি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য বিপদজনক। গর্তটি ভরাট ভরা আশ্ত প্রয়োজন। বিদ্যালয়টিতে স্যানিটেশান ব্যবস্থা নাই বললেই চলে। বিদ্যালয় মাঠ নিচু ফলে বন্যার পানি মাঠে প্রবেশ করে।
বিগত ৫বছরের ফলাফলঃ-
সাল | মোট ছাত্র-ছাত্রী | পরীক্ষায় অংশ গ্রহন কারী | পাশ | পাশের হার | ||||
| ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট |
|
|
২০০৭ | ১৩ | ১৭ | ৩০ | ১৩ | ১৭ | ৩০ | ২৮ | ৯৫% |
২০০৮ | ১২ | ২০ | ৩২ | ১২ | ২০ | ৩২ | ৩০ | ৯৬% |
২০০৯ | ১৬ | ১৭ | ৩৩ | ১৬ | ১৭ | ৩৩ | ৩১ | ৯৫% |
২০১০ | ২৪ | ৩০ | ৫৪ | ২৩ | ২৮ | ৫১ | ৫১ | ১০০% |
২০১১ | ২১ | ৩০ | ৫১ | ২০ | ২৮ | ৪৮ | ৪৮ | ১০০% |
প্রতিষ্ঠানের ইতিহাসঃ-অত্র এরান্দহ গ্রামের মৃত ডাঃ মোঃ রেফাজ উদ্দিন, মৃত মোঃ আব্দুল জলীল, মৃত মোঃ জিয়ারত আলী আকন্দ,মৃত মোঃ ভোলা শেখ দৌলত আলী,আকন্দ প্রমুখ এলাকার শিক্ষিত ব্যক্তি ছিলেন। তাহারা অনুভব করতে পেরেছিলেন যে, শিক্ষা ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব নয়। তাই তাঁহারা এলাকার উন্নয়নের জন্য,নিজেদের ছেলে-মেয়েদের শিক্ষিত করার জন্য একটা প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্দোগ গ্রহন করেন। মৃত মোঃ ভোলা শেখ বিদ্যালয় স্থাপনের জন্য ৩৫ শতাংশ ভূমি বিদ্যালয়ের নামে রেজিষ্ট্রি করে দেন। এলাকা বাসীর সহযোগীতায় প্রথমে এক খানা টিনের ঘর তোলা হয় এবং পাঠদান কার্যক্রম চালু করা হয়। বর্তমানে বিদ্যালয়টি একটা আদর্শ বিদ্যালয় বলে আমি মনে করি। বর্তমানে বিদ্যালয়টিতে ৯ জন শিক্ষক এবং ৫৩৫ জন ছাত্র-ছাত্রী আছে। এখানে একটা দ্বিতলা ভবন ও একটা আধাপাকা ঘর আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস