নলকা ফেরিঘাট,এবং নলকা খেয়াঘাট ও ফুলজোড় এবং ইছামতি নদীর মিলনস্থল। সব মিলে এখানকার পরিবেশ খুবই শান্ত ও নিরিবীলি,সময়ের স্রোতে সব কিছুরই পরিবর্তন হয়। এক সময় এই নদীতে ফেরি চলতো এবং বিভিন্ন জায়গার নৌকা নলকার ঘাটে থামাইতো।
আর রয়েছে দাদপুর আমের বাগান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস