Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নলকা ইউনিয়নের ইতিহাস

 

 

 

৭নং নলকা ইউনিয়ন পরিষদ ১৯৪৩ সালে গঠিত হয়।এই ইউনিয়নটি উত্তর বঙ্গের সাথে যোগাযোগের এক মাত্র রাস্তা হাইওয়ে রোডের সাথেই অবস্থিত।এই নলকা ইউনিয়নের ভিতর দিয়ে বয়ে গেছে ফুলজোড় ও ইছামতি নদী।আমাদের ইউনিয়নটি বলতে

কালেরস্বাক্ষী বহনকারী ফুলজোড় নদীর তীরে গড়ে  উঠা রায়গঞ্জ উপজেলার একটিঐতিহ্যবাহী অঞ্চল হলো নলকা ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ নলকা ইউনিয়নশিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম – ৭নং নলকা ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ৩১.০৬ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ৩৯,৫৮১ জন (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)

পুরুষ = ১৯,৭৪৭ জন প্রায়,

মহিলা = ১৯,৮৩৪ জন প্রায়

ঘ) গ্রামের সংখ্যা – ৩৮ টি।

ঙ) মৌজার সংখ্যা – ২১ টি।

 মৌজাসমূহের নাম : ১। আলমচাদপুর, ২। আংগারু, ৩। বিষ্ণপুর, ৪। চকদাদুরপাড়া, ৫। চকমনোহোরপুর, ৬। চরফরিদপুর, ৭। দাদপুর, ৮। দত্তকুশা, ৯। গোপিনাথপুর, ১০। এরান্দহ, ১১। ঝাকড়ী, ১২। কাঠালবাড়ীয়া, ১৩। কুমাজপুর, ১৪। পূর্বমথৃরাপুর, ১৫। নলছিয়া, ১৬। নলকা সেনগাতী, ১৭। পূর্বফরিদপুর,

১৮। রামপুর, ১৯। রতনকান্দি, ২০। সুজাপুর, ২১। তিননান্দিনা,

চ) হাট/বাজার সংখ্যা -২ টি।

হাটের নাম : ১। নলকা হাট, ২। সাহেবগঞ্জ হাট,

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – বাস/সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৪০.৭৪% (২০০১ সালের আদমশুমারী অনুসারের)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১১টি,

১। নলকা সরকারী প্রাথমিক বিদ্যালয়,

২। নলকা কায়েমগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়,

৩। পূর্বমথুরাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,

৪। এরান্দহ সরকারী প্রাথমিক বিদ্যালয়,

৫। হোড়গাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়,

৬। সুজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,

৭। তিননান্দিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়,

৮। কাঠালবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,

৯। কে,সি প্রাথমিক সরকারী প্রাথমিক বিদ্যালয়,

১০। দাদপুর সাহেবগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়,

১১। দত্তকুশা সরকারী প্রাথমিক বিদ্যালয়,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ১৩টি,

১। দাদপুর পশ্চিমপাড়া রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়,

২। আলমচাদপুর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়,

৩। কালিপুর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়,

৪। কুমাজপুর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়,

৫। নলছিয়া রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়,

৬। পশ্চিম মথুরাপুর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়,

৭। চকসুজাপুর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়,

৮। চকদাদুরপাড়া রেজি: বেসরকারী প্রাথমকি বিদ্যালয়,

৯। এরান্দহ মাঝিপাড়া রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়,

১০। বোয়ালিয়ারচর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়,

১১। আংগারু রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়,

১২। বিষ্ণপুর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়,

১৩। পূর্বফরিদপুর রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, 

    উচ্চ বিদ্যালয়ঃ ৬টি,

    দাখিল মাদ্রাসা- ৫টি।

মহাবিদ্যালয়- ২টি

১। ফুলজোড় ডিগ্রি কলেজ, নলকা,রায়গঞ্জ,সিরাজগঞ্জ।

২। দাদপুর জি,আর কলেজ,রায়গঞ্জ,সিরাজগঞ্জ।

 

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মো: আবু বকর সিদ্দিক

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/১৯৬৩ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ২১/০৭/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ২৬/০৭/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

১নং ওয়ার্ড : ১। দাদপুর, ২। গোপিনাথপুর, ৩। মুরাদপুর, ৪। সাহেবগঞ্জ, ৫। আলমচাদপুর, ৬। সরাবাড়ী,

 

২নং ওয়ার্ড : ১। কুমাজপুর, ২। দত্তকুশা, ৩। কালিপুর, ৪। পশ্চিম মথুরাপুর,

 

৩নং ওয়ার্ড : ১। রামপুর, ২। তিননান্দিনা আদর্শ গ্রাম, ৩। তিননান্দিনা, ৪। সুজাপুর, ৫। চকসুজাপুর, ৬। নলছিয়া, ৭। নলছিয়া আদর্শ গ্রাম ৮। গুপিনপুর,

 

৪নং ওয়ার্ড : ১। আংগারু, ২। বিষ্ণপুর, ৩। বিষ্ণপুর গুচ্চগ্রাম, ৪। চরফরিদপুর গুচ্ছগ্রাম, ৫। চরফরিদপুর, ৬। পূর্বফরিদপুর,

 

৫নং ওয়ার্ড : ১। কাঠালবাড়ীয়া, ২। বোয়ালিয়ারচর,

 

৬নং ওয়ার্ড : ১। এরান্দহ,

 

৭নং ওয়ার্ড : ১। চকদাদুরপাড়া, ২। নলকা কায়েমগ্রাম, ৩। পূর্বমথুরাপুর,

 

৮নং ওয়ার্ড : ১। নলকা সেনগাতী, ২। আলোকদিয়া, ৩। ঝাকড়ী,

 

৯নং ওয়ার্ড : ১। হোড়গাতী, ২। হাটকান্দা, ৩। রতনকান্দি, ৪। চকমনোহোরপুর ৫। কইতরখুফি

 

            

            

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।